অক্সিজেন নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবারে ছালেহ জহুর ওয়াজেদী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র দরবারের সাজ্জাদানশীন ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদী। প্রধান আলোচক ছিলেন জমিয়াতুল ফালাহ শাহী মসজিদের সাবেক পেশ ইমাম আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী আল ক্বাদেরী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ মোহাম্মদীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইদ্রিস রজভী। এসময় উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন জহুর, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন জহুর, মাওলানা ইয়াছিন মাদানী, এস এম রিদুয়ান প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদী বলেন, আল্লাহতায়ালার সমস্ত নিয়ামতসমূহের মধ্যে প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (দ.) হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। শেষে মিলাদ কিয়াম, বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।