আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অক্সিজেনের নয়াহাটে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরিফে পবিত্র জশনে ঈদে মিরাজুন্নবী (দ.) মাহফিল গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহজাদা মুহাম্মদ সাইফুদ্দীন জহুর। প্রধান আলোচক ছিলেন অক্সিজেন হযরত শাহ আমানত (রহ) জামে মসজিদের খতিব আল্লামা মুফতি হাসান মুরাদ আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন আইয়ুব আলী আল কাদেরী। এতে উপস্থিত ছিলেন শাহজাদা মহিউদ্দিন জহুর, এস এম রিদুয়ান, নুরুল হক আল কাদেরী, শহীদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মাহমুদুল হক আনছারী, শেখ আহমদ মজিদী, সৈয়দ মুহাম্মদ এমরানুল হক আনোয়ারী, হাফেজ মুহাম্মদ বয়ান উদ্দীন, মুহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












