শাহ আমানত হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর ৪র্থ বার্ষিক ওরশ মাহফিল গত ১৫ জানুয়ারি বায়েজিদ ওয়াজেদিয়াস্থ মাজার কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শাহ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবারের সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মজিআ)।
তিনি বলেন, সমাজ কল্যাণে অগ্রণী ভূমিকা রেখেছেন আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী। তার জীবন দর্শন অনুসরণযোগ্য। এতে আলোচক ছিলেন, আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, হাবের কেন্দ্রীয় সভাপতি শাহাদাত হোসেন তসলিম, আল্লামা মুহাম্মদ আবদুল মান্নান, আল্লামা খায়রুল বশর হক্কানী, আল্লামা মুঈন উদ্দীন আশরাফী, আল্লামা শফিউল আলম নেজামী, আল্লামা হারুনুর রশীদ আশরাফী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।