শাহ্ আমানত হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) পবিত্র চাহরম শরীফ বায়েজিদ নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৯ জানুয়ারি দরবার শরীফ’র সাজ্জাদানশীন আল্লামা শাহ্ সূফি ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদীর (মা.জি.আ.) সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। এসময় শাহজাদা মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন জহুর, শাহজাদা মাওলানা মহিউদ্দিন জহুর, এস. এম রিদোয়ান, অক্সিজেনস্থ হযরত শাহ্ আমানত (রহ.) জামে মসজিদ’র খতিব আল্লামা মুফতি মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, হাফেজ মাওলানা নুরুল হক, মাওলানা আবদুল হামিদ সহ অসংখ্য আলেম, ওলামা, আশেক, ভক্তগণ উপস্থিত ছিলেন। চাহরম শরিফে আল্লামা শাহ্সূফি ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদী বলেন, মানবসেবায় ব্রত থেকে মূল্যবোধের মর্যাদা সমুন্নতকরণ এবং সুফিবাদের সঠিক অনুশীলনে আল্লামা ছালেহ জহুর (রহ.) অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন।
মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা, সমপ্রীতির জাগরণ, শান্তিপূর্ণ সমাজ গঠনে তিনি এখনো অনুকরণীয় ব্যক্তিত্ব।
আল্লামা ছালেহ জহুর ওয়াজদী (রহ.) আজীবন মহান আল্লাহ ও তার প্রিয় হাবীব (দ.)’র সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই জনখেদমতে নিবেদিত ছিলেন।
পরিশেষে চাহরম শরীফে জাতির কল্যাণ কামনায় মিলাদ, কেয়াম, দোয়া ও মোনাজাত করা হয়।