আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) ৮ম বার্ষিক ওরশের প্রস্তুতি সভা সম্প্রতি নগরীর বায়েজিদ নয়াহাটে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা শাহসুফি ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদী।
উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন জহুর, শাহজাদা মাওলানা মহিউদ্দিন, মাওলানা মফজল আহমদ কাদেরী, এস এম রিদোয়ান, মুফতি মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী, মাওলানা নুরুল হক আল কাদেরী, মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী, মাওলানা ইকবাল কাদেরী, মাওলানা মোক্তার আহমদ রজভী, মুফতী মুহাম্মদ আবু ইউসুফ হানাফী, মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী নোমানী প্রমুখ।
প্রসঙ্গত, ওরশ শরিফ আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও খৎনা ক্যাম্প, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।