ছায়া রাত্রিশেষে

কুমকুম দত্ত | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নিঃসঙ্গতা জড়িয়ে রাখে ছায়া রাত্রিশেষে

পথ পরবাসে একান্ত;

ছায়াসঙ্গম লোকালয় ছেড়ে বিরহ নিরুদ্দেশে

ফোটে ফুল পূজারী বাসর লখিন্দর

করোটির ভিতর পৌরাণিক পাখি ব্যর্থ উড়ে যায়

রাতদগ্ধ নামাবলি আকাশ আশ্রয়ে ইন্দ্রজাল

প্রতীক্ষারত প্রাচীন বৃক্ষ দাঁড়িয়ে

রাত সহসা ঘোমটা খুলে অন্ধকারে

পূর্ববর্তী নিবন্ধভাবনাগুচ্ছ
পরবর্তী নিবন্ধকবি খুরশীদ আনোয়ারের স্বদেশলগ্ন কাব্যবোধ