ছায়াপথের বাইরে থেকে নতুন সংকেত পেল নাসা

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পৃথিবী যে ছায়াপথের অংশ, সেই মিল্কিওয়ের বাইরে থেকে নতুন এক অপ্রত্যাশিত ও ব্যাখ্যাতীত সংকেত খুঁজে পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। রহস্যময় সংকেত ধরা পড়েছে নাসার ফেরমি গামারে স্পেস টেলিস্কোপে। সে সময় টেলিস্কোপটি অন্য একটি অনুসন্ধান চালাচ্ছিল। সংকেতটি অন্য কোনো গামারশ্মি সংকেতের সঙ্গে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা একই দিকে মুখোমুখি ও প্রায় একই মাত্রার। তবে, ওই অন্য গামারশ্মির বিশ্লেষণও খুঁজে পাওয়া সম্ভব হয়নি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। খবর বিডিনিউজের।

গবেষকরা বলছেন, মহাবিশ্বের শুরুর দিকে তৈরি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি নামের বিকিরণ সংশ্লিষ্ট একটি গামা রশ্মি নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে তারা এ নতুন বিষয়টি খুঁজে পেয়েছেন। কয়েক দশক আগে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছিল, সিএমবি’র গঠন প্রক্রিয়া এমন যে, এর সংকেত লিও নক্ষত্রপুঞ্জের দিকে বেশি সক্রিয় থাকে। আর বিপরীত দিকে গেলে এর বেতার তরঙ্গের মাত্রা কমে যায়। বিজ্ঞানীরা এ গঠন প্রক্রিয়া আরও ভালোভাবে বুঝতে চাইছেন, কারণ সংকেত সরাতে পারলে সিএমবি’র বিভিন্ন বৈচিত্র্য আরও ভালোভাবে দেখার সম্ভাবনা রয়েছে।নতুন গবেষণায় বিজ্ঞানীরা দেখতে চেয়েছেন, এই একই ডাইপোল আকৃতির গঠন প্রক্রিয়া গামা রশ্মির বেলাতেও প্রযোজ্য কি না। আর এর জন্য তারা নাসার এমন একটি স্পেস টেলিস্কোপ ব্যবহার করেছেন, যা সারাদিনে গোটা আকাশ স্ক্যান করতে সক্ষম। গবেষকরা এর গঠন প্রক্রিয়ায় ডাইপোল আকৃতি খুঁজে পেলেও, তা পুরোপুরি ভিন্ন জায়গা ছিল।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্রিটিশ রাষ্ট্রদূতের সফর, ভারতের আপত্তি
পরবর্তী নিবন্ধগাজা যুদ্ধের ১০০ দিন, নেই কোনো আশার আলো