রাউজানের ছামিদর খোয়াং গাউছিয়া কমিটির পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করেছে। নোয়াপাড়া ইউনিয়নের ছামিদর খোয়াং গাউছিয়া কমিটি কর্মসূচি পালন করে স্থানীয় ঈদগাহ ময়দানে। এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয় গত ২৩ সেপ্টেম্বর।
মিলাদ মাহফিল, নাত ও ক্বিরাত প্রতিযোগিতা, খতমে গাউছিয়া পাঠসহ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা রেজাউল করিম আল–কাদেরী। প্রধান আলোচক ছিলেন গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল এম এ মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন আল–কাদেরী। মুহাম্মদ তৌহিদ উল্লাহ রায়হানের সঞ্চলনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হাফেজ মুহাম্মদ আবুল হোসাইন আল–কাদেরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা রিদওয়ানুল হক আল–কাদেরী। বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ হারুন আল–কাদেরী, হাফেজ মুহাম্মদ মনজুরুল ইসলাম, ডা. মো. নজরুল ইসলাম, মো. সালামত উল্লাহ বাবুল, মো. রফিক, মো. ইলিয়াস, মোঃ নাছের তালুকদার, মো. তৈয়ব, মো. রাশেদ, মোহাম্মদ সাহেদ, প্রবাসী মো. নাজিম, মো. খোকন, মো. জাহাঙ্গীর মুহাম্মদ তৈয়ব রেযা, মুহাম্মদ আছাদ রেযা, মুহাম্মদ এরশাদ প্রমুখ।