ছাব্বিশে অনুষ্ঠিতব্য নির্বাচনে একাত্তর পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধী বিগত ১৬ বছর ছিল হাসিনার আঁচলের তলে। যুবলীগ, ছাত্রলীগের আঁচলের তলে লুকিয়ে ছিল। তারা যেন আগামী নির্বাচনে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বুধবার ছাত্র–জনতার গণঅভ্যুত্থান উপলক্ষ্যে খাগড়াছড়ির শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
ওয়াদুদ ভুঁইয়া আরো বলেন, ‘যদি একাত্তরের পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠলে আমাদের স্বাধীনতা কংলকিত হবে। এই স্বাধীনতা আর থাকবে না। বিএনপি আগামীতে নতুুন কোন হাসিনার জন্ম হতে দিবে না। নতুন কোন ফ্যাস্টিট, অত্যাচারী, প্রতারক, লুটপাটকারী, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ ও ক্ষমতার অপব্যবহারকারীদের জন্ম বিএনপি হতে দিবে না।’
তিনি বলেন ,‘২০২৪ সালে ৪ঠা আগস্ট শেখ হাসিনার পতনের একদিন আগে এই খাগড়াছড়িতে আওয়ামী লীগের সন্ত্রীসরা ছাত্র-জনতার উপর স্বশস্ত্র হামলা করেছিল। হামলায় অনেক শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেছে। আমার বাসভবনে বৈঠকে তারা বিনা উস্কানিতে হামলা করে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। তাদের প্রত্যেকের বিচার করতে হবে।’
সমাবেশের আগে খাগড়াছড়িতে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিজয় মিছিলে অন্তত বিশ হাজার নেতা-কর্মী যোগ দেয় বলে জানিয়েছে বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবসার। জেলার দীঘিনালা,মাটিরাঙা ,পানছড়িসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিজয় মিছিলে যোগ দেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা শ্রমিক দল,যুবদল ,ছাত্রদল,তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড.আব্দুল মালেক মিন্টু মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর বর রাজা প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন কুমার চাকমা।