চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ছাফা–মোতালেব সিটি কর্পোরেশন কলেজকে চট্টগ্রামের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে। তিনি জানান, নগরীর মোহরায় শিক্ষার আলো ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠানকে যুগোপযোগী মানে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তিনি গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে কলেজটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুচ্ছফা আনুষ্ঠানিকভাবে কলেজের দলিল মেয়রের হাতে হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন।
তিনি আরো বলেন,এই কলেজের মাধ্যমে মোহরার মানুষ উচ্চশিক্ষার আলো পাচ্ছে। চসিকের তত্ত্বাবধানে কলেজটিকে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তিনি স্থানীয় জনগণকে কলেজের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ছাফা–মোতালেব সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ এবিএম মাহবুবুল হকসহ শিক্ষক ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।