নগরীর কোতোয়ালী ও চকবাজার এলাকায় ছাদ থেকে পড়ে দুই নারী-পুরুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে চকবাজার থানাধীন সিটি কর্পোরেশন স্ট্যাফ কোয়ার্টারের ৫ম তলার ছাদ থেকে পড়ে জেসমিন আক্তার (৩০) নামের নারীর মৃত্যু হয়। তিনি স্ট্যাফ কোয়ার্টারের কবির আহম্মদ চৌধুরীর মেয়ে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজারের শান্তি ভবনের ছয় তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে কার্তিক দত্ত (৪৫) নামের এক যুবকের। তিনি ফিরিঙ্গিবাজারের গোপাল দত্তের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সাদিকুর রহমান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাবশত স্ট্যাফ কোয়ার্টারের ৫ম তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে উদ্ধারপূর্বক মানসিকভাবে অসুস্থ জেসমিন আক্তারকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে আসা হয়। একপর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান আরও বলেন, ভিকটিম জেসমিন আক্তার মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের অজান্তে তিনি বাসার ছাদে উঠেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। ফিরিঙ্গিবাজারের দুর্ঘটনা বিষয়ে পরিদর্শক সাদিকুর রহমান বলেন, গত ২৯ নভম্বের ছাদ বাগানে পানি দিতে গিয়ে নিচে পড়ে যায় কার্তিক দত্ত। তিনি ওই ভবনে মালির কাজ করতেন। ৫ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান। তার লাশও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।