১০ বছরের শিশু আলিফ। নগরীর বাকলিয়ার ছৈয়দশাহ রোডের মাদ্রাসা আজিজিয়া তাদরিবুল কোরআন চট্টগ্রামের ছাত্র সে। এক বছর ধরে পড়ছেন প্রতিষ্ঠানটিতে। কিন্তু হঠাৎ তাকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি করেও মাদ্রাসার কোথাও তাকে পাওয়া যায়নি। বিষয়টি আলিফের বাবা রাসেল থানা পুলিশকে অবহিত করেছেন। এরপর থেকে থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের লোকজন তাকে খুঁজে বেড়াচ্ছেন। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন। সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। কিন্তু গতকাল রাত ১০ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আলিফের কোন খোঁজ মেলেনি।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আজাদীকে বলেন, গত মঙ্গলবার দুপুরে মাদ্রাসার ছাদে গিয়ে আর ফিরে নি আলিফ। পাশের ছাদে গিয়েও থাকতে পারেন। আবার মাদ্রাসার পাশে থাকা খাল বা নালাতেও পড়ে যেতে পারেন। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। আমরা সিসিটিভি ফুটেজ যাছাই–বাচাই করে দেখছি। ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনও কাজ করছে। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আলিফের সাথে ঠিক কী হয়েছে, সে কোথায় রয়েছে তা পরবর্তীতে জানা যাবে।
ওসি আরো বলেন, গত মঙ্গলবার আলিফ নিখোঁজ হলেও আজকে (গতকাল) দুপুরে তার বাবা আমাদের কাছে অভিযোগ করেছেন। আলিফকে পাওয়া যাচ্ছে না বলে জানান। এরপর থেকেই আমরা আলিফের খোঁজে কাজ করছি। তাৎক্ষণিক বিষয়টি জানানো উচিৎ ছিল বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুর রহিম। তিনি বলেন, আলিফ আগে একবার মাদ্রাসা থেকে পালিয়ে ছিল। পরে তাকে পাওয়া যায়।