ছাদে খেলছিল যমজ দুই বোন, স্তূপ করে রাখা ইট ধসে একজনের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

বাড়ির ছাদে খেলছিল যমজ দুই বোন। খেলার ছলে মত্ত থাকাবস্থায় একদম পাশেই স্তূপ করে রাখা ইটের একটি অংশ হঠাৎ করে পড়ে গিয়ে চাপা দেয় এক বোনকে। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় শিশুটির। এই অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়া ঘোনা গ্রামের নিজেদের দোতলা বাড়ির ছাদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু আইদা বিনতে হোসেন () ওই গ্রামের মোহাম্মদ হোসেনের যমজ কন্যার একজন।

পরিবারের সদস্যরা জানান, আইদা বিনতে হোসেন ও সাঈদা বিনতে হোসেন জমজ দুই বোন। দুইজনই কোরআনে হাফেজির পাঠ নিচ্ছিল। ইতোমধ্যে আইদা কোরআনের ১৫ পারা মুখস্থঠোঁটস্থ করেছে। সেই মেয়েটি বাড়ির ছাদে খেলা করার সময় ইটের স্তূপের একটি অংশ ধসে পড়লে এর নিচে চাপা পড়ে নিহত হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডাকসুতে শিবিরের বিশাল জয়
পরবর্তী নিবন্ধক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস নির্ধারণ