ছাত্র সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই

ছাত্রসেনা ডবলমুরিং থানার সভায় বক্তারা

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট ডবলমুরিং থানার সহ-সাধারণ সম্পাদক হাফেজ আনোয়ারুল ইসলাম খান বলেছেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে ধর্মীয় শিক্ষা আইন কার্যকর করতে হবে। ছাত্র সমাজের নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষা ও অনুশাসন বাস্তবায়নের বিকল্প নেই। গতকাল বিকালে নগরীর আগ্রাবাদস্থ এক মিলনায়তনে ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানা শাখার সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমানের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আরমান, আলী আজাদ রিজভী, জেসান উল্লাহ পিয়াল, ইসতাকুর আনোয়ার রাহিব, রবিউল হোসাইন মিয়াজী, আব্দুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল : মোছলেম উদ্দিন
পরবর্তী নিবন্ধবিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ বাড়ছে