ছাত্র সমাজকে আদর্শিক জ্ঞানমুখী ছাত্র রাজনীতির পথে ফিরে আসতে হবে

ছাত্রসেনার প্রস্তুতি সভায় বক্তারা

| শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার আয়োজনে কাল শনিবার নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে দুপুর ১টায় ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ আলী আকবর সভাপতিত্ব করেন। মুহাম্মদ রবিউল হোসেন সুমন ও মুহাম্মদ আবদুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সহসভাপতি মুহাম্মদ আলমগীর হোসেন মামুন। বক্তারা বলেন, ছাত্র সমাজকে আদর্শিক ছাত্রবান্ধব জ্ঞানমুখী ছাত্র রাজনীতির পথে ফিরে আসতে হবে।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কে এম আজাদ রানা, মনির আহমদ, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ মনির উদ্দিন, মুহাম্মদ নাছির উদ্দীন রুবেল, মুহাম্মদ হাসান রেজা, মুহাম্মদ মোশাররফ হোসেন, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ এনামুল হক মুন্না, মুহাম্মদ তৌহিদুল আলম রিপন, মুহাম্মদ জোনায়েদ আরাফাত, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ফারুক হোসাইন, হাফেজ মুহাম্মদ সোলায়মান, মুহাম্মদ ইরফান উদ্দিন, মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিরাজী, মুহাম্মদ আরফান উদ্দিন, মিজানুর রহমান মুন্না, কুতুব উদ্দিন জিসান, মোস্তাফিজুর রহমান জিকু, মুহাম্মদ ফখরুদ্দীন, মুহাম্মদ সোহরাব হোসেন, মুহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগুল চেমনআরা একাডেমীর নার্সারী ও ৬ষ্ঠ শ্রেণির নবীনবরণ
পরবর্তী নিবন্ধমাওলানা আফজল আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ