ছাত্র সংসদ হোক শিক্ষার্থীদের কল্যাণ কেন্দ্র

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ছাত্র সংসদ নির্বাচন। যার মাঝে রয়েছে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচন। দীর্ঘ সময়ের পরিক্রমায় নির্বাচনের মাধ্যমে সচল হওয়া ছাত্র সংসদের সমীপে শিক্ষার্থীদের চাওয়াপাওয়াও কম নয়। শিক্ষার্থীদের অধিকার আদায় ও চাহিদা পূরণের কেন্দ্র ছাত্রসংসদ। ছাত্রসংসদ মূলত শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে।

ছাত্র সংসদসমূহের লক্ষ্য হোক, প্রশাসন ও শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, পর্যাপ্ত আবাসন, ক্যান্টিনে খাবারের মানোন্নয়ন, লাইব্রেরিগুলোতে সুযোগসুবিধা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। নিরাপত্তা প্রদান, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম যেমন বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও প্রতিভার বিকাশ। সকল দলান্ধতা ও কোরামের ঊর্ধ্বে ছাত্র সংসদ হোক সর্বজনীন শিক্ষার্থীদের কল্যাণ কেন্দ্র।

সুদীপ চাকমা

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল হক চৌধুরী : গবেষক ও চট্টল তত্ত্ববিদ
পরবর্তী নিবন্ধচুনতি ডট কম ম্যারাথন ২০২৫