ছাত্র-জনতার স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশে ফিরে বেবী নাজনীন

| সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সংগীতশিল্পী বেবী নাজনীন। গতকাল রোববার বিমানবন্দরে নেমে গণমাধ্যমকর্মী ও বিএনপির কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন জনপ্রিয় শিল্পী। স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির একদল কর্মী। তবে তাদের কারও হাত থেকেই ফুলের তোড়া গ্রহণ করেননি বেবী নাজনীন। জানিয়েছেন, ফুল নয়, কেবল শুভেচ্ছাই যথেষ্ট। খবর বাংলানিউজের।

তাদের উদ্দেশে তিনি বলেছেন, আমি রাজনীতির সঙ্গেই আছি, মিডিয়াকর্মী হিসেবে আছি। ইমিগ্রেশন সম্পন্ন করার পর সংবাদমাধ্যম ও বিএনপির কর্মীরা ঘিরে ধরলে তাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বেবী নাজনীন।

তিনি বলেন, জুলাইআগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে শহীদ ছাত্রজনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত ভাইবোনদের প্রতি সমবেদনা। তাদের আত্মত্যাগে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ।

পতন হয়েছে বাংলাদেশের বুকে জেঁকে বসা জগদ্দল পাথর শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, কথা বলতে পারছে স্বাধীনভাবে।

উপস্থিত সাংবাদিকেরা তার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বেবী নাজনীন বলেন, আমি রাজনীতির সঙ্গেই আছি। মিডিয়াকর্মী হিসেবে আপনাদের সঙ্গেও আছি। কেবল দেশে ফিরেছি। আমার পরিকল্পনার কথা আপনাদের জানাব। দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রিয় সংগীতশিল্পী। গেল জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএআই যুগে ইমোশনাল ব্র্যান্ডিং
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে আসছে নাদিয়ার হাউজ হাজবেন্ড’