ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করতে কুচক্রী মহল পাঁয়তারা করছে

আনোয়ারা উপজেলার কর্মী সম্মেলনে দক্ষিণ জেলা জামায়াতের আমীর

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ছাত্রজনতার বিপ্লবকে নস্যাৎ করতে একটি কুচক্রী মহল পাঁয়তারা করছে। তারা দেশের অভ্যন্তরে ও বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। এতদিন নিজেরা অপকর্ম করে রাজনৈতিক দলের ওপর দায় চাপালেও এখন তা রাজনৈতিক দলের ওপর সীমাবদ্ধ নয়, দেশবাসীর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যা দেশের স্বাধীনতাসার্বভৌমত্বের জন্য হুমকি। তাদের দেশ বিরোধী চক্রান্তের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল বুধবার কালাবিবি দীঘির মোড়ের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্য আনোয়ারা উপজেলা আমীর অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, রাষ্ট্রীয় সম্পদ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি, সহায়সম্পত্তি ইত্যাদির নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরসহ এদেশের গণতান্ত্রিক শাক্তিসমূহ যে দায়িত্বশীল ভূমিকা রাখছে, তা স্মরণীয় হয়ে থাকবে। জামায়াতের ইসলামীর সেক্রেটারী আবুল হাসান খোকার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দে, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গণি, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, আশরাফ উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাসির উদ্দিন শাহ্‌, মাওলানা মাঈনুদ্দিন, মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা হাশেমী শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধগিয়াস উদ্দিন কাদেরের সাথে রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়