ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারানোদের জয় উৎসর্গ করলেন নাজমুল হোসেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৬ আগস্ট, ২০২৪ at ১১:৪৯ পূর্বাহ্ণ

পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ দল যখন অনুশীলন শুরু করছিল তখন প্রতিদিনই চলছিল ছাত্র আন্দোলন। এক পর্যায়ে বৈষম্য বিরোধী এই আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। প্রতিদিনই মরতে থাকে ছাত্র জনতা। যে কারণে ঠিকমত অনুশীলনও করতে পারেনি টাইগার ক্রিকেটাররা। এরপর ভারাক্রান্ত মন নিয়ে পাকিস্তান রওয়ানা হয় ক্রিকেট দল। নতুন বাংলাদেশের নতুন রূপে আবির্ভূত হওয়া বাংলাদেশ দল সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে নাজমুল হোসেন শান্তকে ডাকলেন সঞ্চালক বাজিদ খান। মাইক্রোফোন হাতে এগিয়ে এসে বাংলাদেশ অধিনায়ক বললেন আমি কি কিছু বলতে পারি? এরপর তিনি বাংলায় ছোট্ট করে বললেন, স্মরণীয় এই জয় তারা উৎসর্গ করছেন ছাত্রজনতা আন্দোলনে প্রাণ হারানো মানুষগুলির জন্য। রাওয়ালপিন্ডি টেস্টে অসাধারণ পারফরম্যান্সে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন সমপ্রতি বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, এই জয়টা আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি ও তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া। এই টেস্ট শুরুর আগে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখেননি খুব বেশি লোকে। আগে কখনোই পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ ছিল বাংলাদেশের। সে কারণেই হয়তো কেউই ভাবেনি বাংলাদেশ জিততে পারে এই টেস্টে। তবে ম্যাচের আগে শান্ত বলেছিলেন সব রেকর্ডই তো একসময় ভেঙে যায়। রেকর্ডতো ভাঙ্গার জন্যই গড়া হয়। এই টেস্টে তারা ঠিক সেটিই করে দেখালেন। পাকিস্তানের বিপক্ষে ১৪ টেস্টে বাংলাদেশের প্রথম জয় এটি। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে সব ফরম্যাট মিলিয়ে ২১ আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়ও এটিই। শুধু তাই নয় রান তাড়া করতে নেমেও এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দেশের মাঠে প্রথমবার ১০ উইকেটে হারের স্বাদ পেল পাকিস্তান। তাইতো এই জয় বাংলাদেশের জন্য ইতিহাস গড়া এক জয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের কাছে পরাজয়কে বড় শিক্ষা বললেন শান মাসুদ
পরবর্তী নিবন্ধমুশফিক-লিটন তাদের প্রাইজমানি দিয়ে দিলেন বন্যার্তদের জন্য