মধ্যম হালিশহর ঐকতান পরিবারের ষোল বছর পদার্পণ উপলক্ষে গতকাল সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম। সন্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার রাশেদ হাসান, শিক্ষবিদ আবদুস ছালাম, মতিলাল দে, সমাজসেবক আশীষ কান্তি মুহুরী, চিত্রশিল্পী সঞ্জিত দত্ত ও মোর্শেদ আলম। লিটন দাশের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অশোক চৌধুরী, লিংকন দে সান্টু, সৌরভ শীল, টুটুল দাশ, সুমন কান্তি দে প্রমুখ। আলোচনা শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐকতান আবৃত্তি দল আবৃতি পরিবেশন করে। সঞ্চালনায় ছিলেন যিশু দে। প্রেস বিজ্ঞপ্তি।