ছাত্র-ছাত্রীদের জ্ঞান আহরণের জন্য ক্লাশমুখী হতে হবে

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের লিট ফেস্ট

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও এই বিভাগের ৪৪তম ব্যাচের উদ্যোগে লিট ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোহীত উল আলম বলেন, ছাত্রছাত্রীদের পরিপূর্ণভাবে জ্ঞান আহরণের জন্য ক্লাশমুখী হতে হবে। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে গঠনমূলকভাকে গবেষণা কার্যক্রমে কাজে লাগাতে হবে, নিছক শুধু কপি করা নয়। শেষে কবিতা আবৃত্তি, গান, সাহিত্য বিষয়ক বক্তৃতা ও ক্লাসিক্যাল নাচ পরিবেশিত হয়। এছাড়া চিত্রপ্রদর্শনীও চলে।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন ও প্রভাষক মু. মেহেদী রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ জামায়াতের হাত ধরে আসবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের বার্ষিক সাধারণ সভা