বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশান প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য। স্বাগত বক্তব্য রাখেন রেজিষ্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার। ডেপুটি রেজিস্টার সালাহউদ্দীন শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরওয়ার উদ্দীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. কামাল উদ্দীন, এমবিএ প্রোগ্রামের নবাগত ছাত্র তুহিন চৌধুরী, এম এ ইন ইংলিশ এর নবাগত ছাত্র মো. নেছার উদ্দীন।
প্রধান অতিথি বলেন, সমগ্র পৃথিবী আজ করোনা নামক ভাইরাসে আতংকিত। পৃথিবীর অধিকাংশ কার্যক্রম বলতে গেলে আজ অনেকটা স্থবির। তাই সরকারী নির্দেশনা মোতাবেক আমরা আজ এই ওরিয়েন্টেশান প্রোগ্রামটি ভার্চুয়ালি সম্পন্ন করছি। আমরা চাই ছাত্র-ছাত্রীরা যেন সেশনজট জনিত কারনে একদিনও তাদের শিক্ষা জীবন থেকে পিছিয়ে না পড়ে। প্রতিযোগিতাশীল কর্মক্ষেত্রে তারা যেন সঠিক সময়ে প্রবেশ করতে পারে। তেমনি ছাত্র-ছাত্রীদেরও প্রতিদিন ক্লাশে উপস্থিত থাকতে হবে। ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিজেদেরকে মনোনিবেশ করবে সেটাই আমাদের কাম্য। নিজেকে শুধু একটি চাকরির জন্য নয় বরং তৈরি হতে হবে একজন উদ্যোক্তা হিসেবে। প্রেস বিজ্ঞপ্তি।