ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাপ্তাহিক পাঠচক্র

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সাপ্তাহিক পাঠচক্র সংগঠনের কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। সংগঠনের ঘোষণাপত্রের উপর অনুষ্ঠিত পাঠচক্রে আলোচনা করেন অশোক সাহা।
আলোচনায় অংশ নেন জেলা কমিটির সভাপতি এ্যানি সেন, সাংগঠনিক সম্পাদক টিকলু কুমার দে, কোতোয়ালী থানার সভাপতি অয়ন সেনগুপ্ত, সাধারণ সম্পাদক এস এম নাবিল, হালিশহর থানার সাধারণ সম্পাদক তানভীর ইলাহী, পাহাড়তলী থানার সাধারণ সম্পাদক নিশান রায়, সাংস্কৃতিক সম্পাদক শুভ নাথ, তাহলিল আবছার অর্নব, শিরিন আক্তার, নাহিদ, সৌরজিৎ প্রমুখ।
আলোচকরা বলেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দাবিসমূহের সঙ্গে যুক্তিবান কেউই দ্বিমত করতে পারবে না। ছাত্র সমাজের এই আশা আকাঙ্কা বাস্তবায়িত করার সংগ্রাম সমাজের সামগ্রিক বিপ্লবী রূপান্তরের সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে যে সঙ্কট বিরাজ করছে, তাকে টিকিয়ে রেখে দেশে কোনো কল্যাণকর ব্যবস্থা কায়েম হতে পারে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ ইউপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধপটিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন