ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সভা

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের ৫ম সভা গত ১৯ মার্চ সংগঠনের দারুল ফজলস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সংগঠনের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় সভায় শিক্ষা সংকট, সাংগঠনিক এবং জাতীয় ও রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। সভায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি, ছাত্র ইউনিয়নসহ ৭ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সভায় সংগঠন থেকে স্বাধীনতার ৫০তম বর্ষ পালন ও ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে বছর ব্যাপী নানান কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৬৪ জেলা ঘুরবে ৫০ পতাকার র‌্যালি
পরবর্তী নিবন্ধবিএনপিকে নিয়ে তারা দুঃস্বপ্ন দেখে: ফখরুল