চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটে ছাত্র ইউনিয়নের কার্যালয় সিলগালা করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। সিপিবির পক্ষ থেকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষের প্রগতিশীল বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হিসেবে পরিচিত দারুল ফজল মার্কেটে দীর্ঘ ৫০ বছর ধরে ছাত্র ইউনিয়নের কার্যালয় রয়েছে। এই কার্যালয় থেকেই পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনসহ বিভিন্ন সংগ্রামে ছাত্র সমাজের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্র ইউনিয়ন। আমরা পত্রিকান্তরে জেনেছি, অতিবৃষ্টিতে দারুল ফজল মার্কেটের ছাদের একাংশ ভেঙ্গে পড়ার পর জেলা প্রশাসন ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ২৬ জুন এই ভবনের শুধুমাত্র তৃতীয় তলা অর্থাৎ ছাত্র ইউনিয়নের কার্যালয়টি সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বিবৃতিতে আরও বলা হয়, পুরো ভবন ঝুঁকিপূর্ণ হলেও শুধুমাত্র ছাত্র ইউনিয়নের কার্যালয়টিকে সিলগালা করার এই সিদ্ধান্তে আমরা বিস্মিত হয়েছি। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই ও ক্ষোভ প্রকাশ করছি।