ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে মো. ওমর (২২) নামের এক ছাত্র নিহত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেল চারটার দিকে ঢাকা উত্তরায় বিজয় পর পুলিশের গুলিতে মারা যায় সে।
সে বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ড হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে। ৫ ভাই ১ বোনের মধ্যে সে তৃতীয় বলে জানা গেছে। সে বাংলাদেশ এয়ার ট্রেনিং সেন্টার (বিএটিসি) থেকে এ বছর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছে।
তার মা রুবী আকতার বলেন, তার স্বপ্ন ছিল সে ইঞ্জিনিয়ার হবে। স্বপ্ন পূরণ হয়েছে ঠিকি তবে সে আর বেঁচে নেই। ঢাকায় বিজয় উল্লাস করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় সে।
স্থানীয় মো. রায়হান বলেন, সে অনেক মেধাবী ছিল। এ বছর ইঞ্জিনিয়ার হয়ে বের হওয়ার কথা। ইঞ্জিনিয়ার হয়ে সে এখন মৃত। তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বাবা একজন সৌদি প্রবাসী। তিনি বর্তমানে সৌদি আবর থেকে বাংলাদেশের নিজ বাড়িতে আসার পথে। তার বাবা বাড়িতে (বোয়ালখালী) আসলে জানাযা নামাযের সময় নির্ধারণ করা হবে।