ছাত্র আন্দোলনে নিহত সাইমনের পরিবারের পাশে বিএনপি নেতারা

| সোমবার , ২ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইমনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। গতকাল নিহত সাইমনের মা কে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সন্দ্বীপ জাতীয়তবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সভাপতি গোলাম মাহমুদ, বহিঃর্বিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দীনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। বিএনপি নেতারা সবসময় সাইমনের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, স্বৈরাচারী হাসিনা গণহত্যা করে এদেশে অনেক পরিবারকে নিঃস্ব করেছে। হাজারো মায়ের বুক খালী করেছে। খুনি হাসিনার বিচার এদেশের আপামর জনসাধারণ করবে। নিহত সাইমনের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করার আহবান জানাই। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হান্নান, মোস্তফা কামাল পাশা বাবুলের সহধর্মিণী নারী নেত্রী ফাতেমা পাশাসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে ঘাসফুলের ১৮ হাজার চারা বিতরণ
পরবর্তী নিবন্ধরাষ্ট্র সংস্কারে গুরুত্ব চট্টগ্রামে জেএসডির সভা