ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ১৬ জুলাই ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘চলে আসুন ষোলশহর’। এরপর গিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের মিছিলে। বিকাল সাড়ে ৪টার দিকে ষোলশহর থেকে খবর আসে তিনি মারা গেছেন। এটিই চট্টগ্রামে ছাত্র আন্দোলনে প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে গত সোমবার রাতে ফেইসবুকে ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন। আমি এই পরিচয়ে শহীদ হব’ স্ট্যাটাস দিয়েছিলেন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের গুলিতে শিশু রিয়ার মৃত্যুতে আলোড়ন
পরবর্তী নিবন্ধকোটা সংস্কার থেকে আন্দোলনের শুরু