বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গেলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ। গতকাল এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভপতি এইচ এম মুজিবুল হক শাকুর, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ইসলামি যুব ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক আহসানুল আলম, ইসলামি যুব ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সচিব মুহাম্মদ ইউসুফ কবির, ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ রাসেল ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা শহিদুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ আহতদের সমবেদনা জানান ও চিকিৎসার খবরা–খবর নেন। এসময় নেতৃবৃন্দ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করন ও তাদের সহযোগিতা করার জন্য সরকার ও নগরবাসীর প্রতি অনুরোধ জানান।