ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় অঙ্গীকার ফাউন্ডেশন

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন, চট্টগ্রাম। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং সহকারী পরিচালক ডা. অংশুপ্রু এর হাতে ১৮ জুলাই থেকে ৭ আগস্ট আন্দোলনে আহত কয়েকশ রোগীর বকেয়া চিকিৎসা ব্যয় বিল বাবদ ১ লাখ ৭০ হাজার ২শ টাকা তুলে দিয়েছে অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন, চট্টগ্রাম।

সংগঠনের সভাপতি ক্যাপ্টেন আতিক ইউএ খান জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে এমন প্রত্যেক রোগীর জন্য অনুদানের নগদ টাকা শনিবার ব্যক্তিগতভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে সংগঠনটি ঢাকা মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল, বগুড়া মেডিকেল কলেজসহ দেশের অন্যান্য স্থানের গুরুতর আহত রোগীদের পাশে দাঁড়াবে। এছাড়াও আন্দোলনে নিহত বাছাই করা কিছু দরিদ্র পরিবারকেও আর্থিক সহায়তা দেয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন আতিক।

আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জিম্মি হওয়া জাহাজ এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খান এবং মেরিন ফিশারিজ একাডেমির চিফ ইঞ্জিনিয়ার মাইনুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুফিবাদ ও মাজারসহ সকল ধর্মীয় স্থাপনা রক্ষা করার আহ্বান
পরবর্তী নিবন্ধগুঞ্জনের জবাব দিলেন সাকিবের স্ত্রী শিশির