ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আনুষ্ঠানিক যাত্রা শুরু

| বুধবার , ৭ মে, ২০২৫ at ১১:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগরের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল হাবিব উল্লাহ- সভাপতি, ওসমানগনি- সাধারণ সম্পাদক এবং এম. এ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে ৫৬জন বিশিষ্ট মহানগর কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় কমিটি।

তারা আজকে উক্ত প্রোগ্রামকে থেকে একটা বিবৃতিতে বলেছেন – ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর, এদেশের যেকোনো ছাত্রদের অধিকার আদায়ে তারা সোচ্চার ভুমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন। উল্লেখ্য ২০১৮সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ৩