ছাত্রী হল, শরীয়াহ ফ্যাকাল্টি ও ফিমেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আইআইইউসি

| বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) এর ছাত্রীদের জন্য নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট ক্যাম্পাসে ১৫ তলা বিশিষ্ট ছাত্রী হল, সীতাকুণ্ড কুমিরা ক্যাম্পাসে শরীয়াহ ফ্যাকাল্টি ভবনের ভিত্তিস্থাপন করা হয় গত ৪ এপ্রিল। গত ৫ এপ্রিল সীতাকুণ্ড কুমিরা ক্যাম্পাসে ভিত্তি স্থাপন করা হয় পঞ্চম ফিমেল ভবন। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। উদ্বোধনকালে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি আইআইইউসিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় সংকল্পের কথা পুর্নব্যক্ত করেন। তিনি বলেন, কুয়েত সরকারের সহযোগিতায় ৩০ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাটস্থ ফিমেল ক্যাম্পাসে এক হাজার আসন বিশিষ্ট ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ করা হচ্ছে। একইভাবে নির্মিত হচ্ছে ১২ কোটি টাকা ব্যয়ে ফ্রান্সের একটি দাতা সংস্থার সহযোগিতায় শরিয়া ফ্যাকাল্টি ভবন এবং ৫ কোটি টাকা ব্যয়ে নোমান গ্রুপের অর্থায়নে পঞ্চম ফিমেল একাডেমিক ভবন। এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, সদস্য খালেদ মাহমুদ, উপউপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, ট্রান্সপোর্ট ও সিকিউরিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মহি উদ্দিন, একাউন্স অ্যান্ড ফাইন্যান্স ডিভিশনের পরিচালক সহযোগী অধ্যাপক আফজাল আহমদ, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান, ফিমেল ক্যাম্পাসের কো-অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিপিএইচ প্ল্যান্ট পরিদর্শনে বুয়েট বিশেষজ্ঞ প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধশৃঙ্খলা ভঙ্গ, শওকত মাহমুদকে বিএনপির শোকজ