ছাত্রী অপহরণকারী শিক্ষক মঞ্জুরুলের রিমান্ড আবেদনের শুনানি আজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৯:০৬ পূর্বাহ্ণ

পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মামলায় গ্রেপ্তার শিক্ষক মঞ্জুরুল ইসলামের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। তবে শুনানি হয়নি। এ বিষয়ে আজ বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষক মঞ্জুরুল ইসলামের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ম্যাজিস্ট্রেট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। মামলার বাদীর উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এর আগে গত সোমবার বান্দরবান জেলা সদর এলাকা থেকে শিক্ষক মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করে নগরীর কোতোয়ালী থানা পুলিশ। একই সাথে ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়। মঞ্জুরুল ইসলাম নগরীর পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক। ২০১৮ সালের ১ জুলাই তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিদ্যালয়টিতে যোগ দেন। তিনি ইসলাম ধর্ম ও সামাজিক বিজ্ঞান পড়াতেন। ভিকটিম ওই বিদ্যালয়ের শিক্ষার্থী।

আদালত সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ভিকটিম। এ ঘটনায় তার বাবা কোতোয়ালী থানায় মামলা করলে অভিযান চালিয়ে শিক্ষক মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার এবং ছাত্রীকেও উদ্ধার করা হয়। পরে আদালতে উপস্থাপনের মাধ্যমে মঞ্জুরুলকে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
পরবর্তী নিবন্ধসদরঘাট থানা বিএনপির দোয়া মাহফিল