চবি যৌন নিপীড়ন সেলের বৈঠক
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেল কয়েকবার বৈঠক করেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করছে তারা। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি সেলটি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তদন্তে আরো সময় দরকার আছে বলে মনে করছেন যৌন নিপীড়ন সেলের সদস্যরা।
গতকাল শুক্রবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে যৌন নিপীড়ন সেলের বৈঠক শেষে এসব কথা জানান সেলের সদস্যরা। এছাড়া চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, আমরা এই ব্যাপারে কঠোর অবস্থানে আছি। আমরা কোনো অবস্থাতে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন হতে দিবো না। আমাদের কোনো ছাত্রী অপ্রীতিকর অবস্থায় পড়লে আমরা তাদের পাশে আছি। যা করার আমরা করবো।
সিন্ডিকেট সদস্য ড. নঈম হাসান চৌধুরী আওরঙ্গজেব বলেন, বিষয়টা যেহেতু খুব স্পর্শকাতর তাই খতিয়ে দেখতে একটু সময় দরকার। আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হবো।
উল্লেখ্য, গত বুধবার উপাচার্য শিরীণ আখতারের বরাবর নিজ বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে লিখিতভাবে যৌন হয়রানির অভিযোগ করেন এক শিক্ষার্থী। তবে অভিযুক্ত শিক্ষক অভিযোগটি সম্পূর্ণরূপে অস্বীকার করেন।