ছাত্রসেনা সিটি কলেজ শাখার প্রতিনিধি সম্মেলন

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার স্টুডেন্ট কনফারেন্স ও প্রতিনিধি সম্মেলন গত শনিবার সকাল ১০টায় মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী। বিশেষ অতিথি ছিলেন যুবসেনা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ খোরশেদুল আলম সুমন। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আমির হোসাইন। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ হুমায়ুন কবির, সৈয়দ মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন মাসুম, ইয়ার মোহাম্মদ জামশেদ, মো. আসিফুর রহমান।
মুহাম্মদ মোবারক হোসাইন ও জুনাইদ জাকীর যৌথ সঞ্চালনায় সভায় উদ্বোধক ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ফরিদুল ইসলাম। প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ সাজ্জাদ হোসাইনকে সভাপতি ও মুহাম্মদ শফিউল করিমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২১-২০২২ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাইন্দংয়ে তোরাবিয়া রাজা মরিয়ম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে নারী নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার