ছাত্রসেনা সাধনপুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার আওতাধীন ২নং সাধনপুর ইউনিয়ন শাখার কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন পরিষদের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আজিম বিন মালেকের সভাপতিত্বে ১০ আগস্ট সাধনপুর চারা বটতল নুমানিয়া ক্বাদেরিয়া মডেল মাদ্রাসার হলে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের কিছু সরু সড়কগুলোর অবস্থা খুবই ভয়াবহ এবং নাজুক। তাই অতিদ্রুত সময়ে জরুরি ভিত্তিতে বাশঁখালীর বিভিন্ন ইউনিয়নের সরু সড়কগুলো সংস্কার করে সর্বসাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সহসভাপতি ফরিদ আহমদ জিহাদী, হাফেজ মুহাম্মদ তমিজ উদ্দিন, হাফেজ আনচারুল হক বুলবুল, মাওলানা রবিউল হোসেন কাদেরী, মাওলানা মুহাম্মদ বেলাল কাদেরী। প্রধান বক্তা ছিলেন ছাত্রনেতা কাজী মুহাম্মদ শাহেদ হোসেন। বিশেষ বক্তা ছিলেন ছাত্রনেতা নুরুল মোস্তফা সাদাত। পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ ওবাইদ রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাঈন উদ্দিন, ওসমান গনি, নুরুল আজিম, মুহাম্মদ ফোরকান, হাবিবউল্লাহ চৌধুরী, রিদুয়ানুল ইসলাম, ইরফান চৌধুরী, মুস্তাফিজুর রহমান, ফয়সাল, ইরফানুল ইসলাম, রাসেল, আবিদ, মাসুদ, রাকিব, আরিফ, দিলসাত, দেলোয়ার প্রমুখ। পরিশেষে সবার সম্মতিক্রমে, মুহাম্মদ আজিম বিন মালেককে পুনরায় সভাপতি, হাফেজ মাঈন উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ ওসমান গনিকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় র‌্যাবের অভিযানে ৪ মাদক কারবারি আটক