চট্টগ্রামের ছাত্রসমাজকে মুক্তিযুদ্ধের পক্ষে এম.এ. মান্নান ঐক্যবদ্ধ করেছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এম.এ. মান্নানের মৃত্যুবার্ষিকীতে কাউন্সিলরদের সাথে নিয়ে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, মরহুম এম.এ. মান্নান ১৯৬৪ সালেই চট্টগ্রাম কলেজের দেয়ালিকায় স্লোগান লিখেছিলেন ‘স্বাধীন পূর্ব পাকিস্তান কায়েম কর’। এছাড়া মুক্তিযোদ্ধাদের গোপন সংগঠন নিউক্লিয়াসের সারাদেশের ৫ জন নেতার একজন ছিলেন তিনি। চট্টগ্রামের ছাত্রসমাজকে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধকালীন বিএলএফ’র পূর্বাঞ্চলীয় অধিনায়ক হিসেবে চট্টগ্রামের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে এম.এ. মান্নানের রাজনৈতিক কৌশল ও আদর্শ অনুসরণ করতে হবে মুজিবসেনাদের।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ড. নিছার উদ্দিন মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, সলিম উল্ল্যাহ বাচ্চু, আবুল হাসনাত মো. বেলাল, আবদুল মান্নান, পুলক খাস্তগীর, চসিকের উপ–সচিব আশেক রসুল টিপু। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ড. মাসুম চৌধুরী।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী রাজনীতির বিকাশমান ধারার সাথে জনগণ বার বার একাত্ম হয়েছে। জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা অর্জনের পথে লাগাতার সংগ্রামকে এগিয়ে নিতে বৃহত্তর চট্টল জুড়ে যারা অনন্য ভূমিকা পালন করে গেছেন, দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করে নিঃস্বার্থভাবে সাহসিকতার সাথে কঠিন দুঃসময়ের মোকাবেলা করেছেন, তাদের অন্যতম এম.এ. মান্নান। পারিবারিকভাবেও বহু সমাজমুখী কর্মের যোগ্য উত্তরসূরী হিসাবে ভোগ বা চাওয়ার রাজনীতি তিনি কখনো করেননি। সুযোগ থাকা সত্ত্বেও লোভের বশীভূত হয়ে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি এম.এ. মান্নান। গতকাল সকাল ১০টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক এম.এ. মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, গোলাম ফারুক ডলার, মো. আবদুর রহিম, বোরহান উদ্দিন এমরান, মোহাম্মদ ফারুক, খোরশেদ আলম, জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমদ, মোজাহেরুল আলম চৌধুরী, নঈমুল হক পারভেজ প্রমুখ। সভাশেষে নেতৃবৃন্দ এম.এ. মান্নানের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এম. মনজুর আলম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, সাবেক মন্ত্রী এম.এ. মান্নান শিষ্টাচার ও শুদ্ধাচারের মূর্তপ্রতীক ছিলেন। লোভ–প্রলোভন, মিথ্যাচার তাকে স্পর্শ করেনি। দেশ ও জাতির একজন আদর্শবান বঙ্গবন্ধুর সহকর্মী হিসেবে এম.এ মান্নান সাদাসিধে জীবন–যাপন করে গেছেন। তিনি প্রজন্ম পরম্পরায় এম.এ. মান্ন্নানের আদর্শ জীবনচরিত অনুসরণের আহ্বান জানান। গতকাল সকালে হযরত খাজা আব্দুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারীর (র.) মাজার প্রাঙ্গণে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এম.এ. মান্নানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক মেয়র এসব কথা বলেন। ট্রাস্টের পরিচালক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাইফুল আলম এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভার পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আরো আলোচনা করেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।