ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

নোয়াখালীর কাশেম বাজার জামে মসজিদে ছাত্রশিবিরের কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে ছাত্রদলযুবদল হামলা করেছে দাবি করে এর প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা। গতকাল বিকাল সাড়ে চারটায় নগরের মুরাদপুর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দুই নম্বর গেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী ও চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন। তানজির হোসেন জুয়েল বলেন, আমরা দেখেছি আওয়ামী সন্ত্রাসীরা ইতোপূর্বে রমজানে কুরআন তালিম, ইফতার প্রোগ্রামে হামলা করতো এখন নব্য ফ্যাসিবাদিরা তাদের পথই অনুসরণ করছে। তিনি বলেন, মসজিদ কারো বাপের সম্পত্তি নয়, মসজিদে কুরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, যেই বাঁধা দিবে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। একজন মুসলমান হিসেবে এটি আমাদের সকলের দায়িত্ব। মোহাম্মদ আলী বলেন, ছাত্রদলবিএনপির সন্ত্রাসীরা নোয়াখালীতে পবিত্র কুরআন তালিমে হামলা করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। তারা গ্রামে গঞ্জে আমাদের মা বোনদের প্রোগ্রামেও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এসব কর্মকাণ্ডের জন্য ছাত্র সমাজ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যার ফলস্বরূপ ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে আপনাদের শোচনীয় পরাজয় হয়েছে। সন্ত্রাস যে মোড়কেই আসুক আমরা প্রতিহত করবো। ইনসাফ প্রতিষ্ঠার সকল সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারী মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙন এলাকা পরিদর্শন