ছাত্রশিবিরে কেউ দখল–চাঁদাবাজির জন্য আসে না : নুরুল ইসলাম সাদ্দাম

চবি প্রতিনিধি | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:৩৪ অপরাহ্ণ

ছাত্রশিবিরে কেউ লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা টেম্পুস্ট্যান্ড দখলের জন্য আসে না। এখানে যোগ দিয়ে এসব কাজ করা সম্ভবও নয়। ইসলামী ছাত্রশিবিরে সবাই নিজেকে সঠিকভাবে গড়ে তোলার জন্যই আসে।

শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত “ফ্রেশার রিসিপশন অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানবিক মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছে। অথচ এদেশের প্রকৃত অভাব যোগ্য ও সৎ নেতৃত্বের। ইসলামী ছাত্রশিবির সেই নৈতিক মূল্যবোধসম্পন্ন সৎ নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করছে। প্রশাসন বারবার ছাত্রশিবিরকে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করাতে চায়। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই—ছাত্রশিবির কখনো শিক্ষার্থীদের প্রতিপক্ষ হবে না।”

তিনি আরও বলেন, “ছাত্রশিবিরে কাউকে জোর করে যোগদান করানো আমাদের লক্ষ্য নয়। একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে ছাত্রসমাজকে গড়ে তোলাই আমাদের কাজ।”

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ছাত্রশিবিরের আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক মানের। বিভিন্ন স্কলারদের দিকনির্দেশনামূলক বক্তব্য ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে আয়োজিত এ নবীনবরণে প্রায় ২ হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রায় ৭০০ জন ছাত্রী ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করা হয়।

চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব ও শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইরাসমাস মন্ডুস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড. আশিকুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্ল্যা পাটওয়ারী ও ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের ইউপি চেয়ারম্যান ছেলেসহ নগরীর পাহাড়তলীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবন্দরে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার