ছাত্রলীগ দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় রাজপথে সোচ্চার থাকবে

সংবর্ধনার জবাবে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ কেন্দ্রীয় ছাত্রনেতাকে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে গণসংবর্ধনা দিয়েছেন মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগ। গতকাল সোমবার মহানগর গোধুলী ট্রেনে করে চট্টগ্রাম রেল স্টেশনে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের ৫ ছাত্রনেতা। বিকাল ৩টায় পুরাতন রেল স্টেশন চত্বরে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের স্বাগত জানাতে নগরীর বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতারা সমবেত হন।

এসময় সংবর্ধনা জানানো হয়কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি এম এ আহাদ চৌধুরী রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, উপদপ্তর সম্পাদক মুজিবুল বাশার, উপআপ্যায়ন বিষয়ক সম্পাদক তনিমুল ইসলাম ইরফান। এদের সাথে আসেন কেন্দ্রীয় কমিটির সদস্য চকরিয়ার সাইমুল ইসলাম বাপ্পীও।

সংবর্ধনা সভায় মহানগর ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ আহমদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনায় বিপুল সংখ্যক নেতাকর্মী রেল স্টেশনে সমবেত হন।

সংবর্ধনার জবাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি এম এ আহাদ চৌধুরী রায়হান বলেন, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবিত এবং জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। দেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের প্রতিটি কর্মী অগ্রণী ভূমিকা পালন করেছেন। সামনের দিনগুলোতেও ছাত্রলীগ দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সকল অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সোচ্চার থাকবে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের দেশরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সাথী হওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবী নিখোঁজ
পরবর্তী নিবন্ধত্যাগ ও আদর্শের জন্য অমর হয়ে থাকবেন ইসহাক মিয়া