ছাত্রলীগ কর্মীকে মারধর, দুই পক্ষের উত্তেজনা

চবিতে আজ আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধি দল। দীর্ঘ সময় পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়া নিয়ে আলোচনা করবে প্রতিনিধি দল। পূর্ণাঙ্গ কমিটির জন্য ইতোমধ্যে জীবনবৃত্তান্ত ও স্থানীয় আওয়ামী লীগের প্রত্যয়পত্র আহ্বান করেছে শাখা ছাত্রলীগ। এতে প্রায় দেড় হাজার পদ প্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দিয়েছে। এছাড়া হল ও অনুষদভিত্তিক কমিটি করারও পরিকল্পনায় রয়েছে বলেও জানিয়েছে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের প্রশিক্ষণ সম্পাদক হায়দার রহমান জিতু ও উপ-সাংস্কৃতিক সম্পাদক শেখ নাজমুল আজ আসছে চবি ক্যাম্পাসে।
কিন্তু প্রতিনিধি দল আসার আগেই এক কর্মীকে মারধরের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সিঙটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে। জানা যায়, গতকাল বুধবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সামনে কথা কাটাকাটির জেরে সিঙটি নাইনের এক কর্মীকে মারধর করে বিজয়ের কর্মীরা। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। কেন্দ্রীয় প্রতিনিধি আসার কথা শুনে এরকম ঘটনা ঘটেছে বলে ধারণা করছে সংশ্লিষ্টদের কেউ কেউ। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার পক্ষে একটি পক্ষ কাজ করছে বলেও গুঞ্জন শুনা যাচ্ছে।
আহত কর্মীর নাম বিশ্বজিৎ বৌদ্ধনীল। তিনি সংস্কৃত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। লিখিত অভিযোগে বলা হয়, এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দিক নির্দেশনা দেওয়ার সময় অকারণে ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ, ম্যানেজমেন্ট বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের মো. রিফাত, শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ১৬-১৭ শিক্ষাবর্ষের মিনহাজ, ইংরেজি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের মো. বেলাল, একই শিক্ষাবর্ষের জিবুসহ অজ্ঞাত আরও ৫ জন মারধর করেন বিশ্বজিৎ বৌদ্ধনীলকে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, এক কর্মীকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসন সেটার ব্যবস্থা নিবে। সাংগঠনিক সফরে বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের ক্যাম্পাসে আসছে। প্রতিনিধি দল কমিটি ব্যাপারে আলোচনা করবেন। শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল আজাদীকে বলেন, আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা হবে। একজনকে মারধরের বিষয়ে শুনেছি। অভিযোগের ভিত্তিতে প্রশাসন সেটার ব্যবস্থা নিবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি