ছাত্রলীগ একটি সৃষ্টিশীল সংগঠন

মোহরায় সৈয়দ নজরুল ইসলাম

| বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহরা ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা। ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

তিনি বলেন, ছাত্রলীগ একটি সৃষ্টিশীল সংগঠন। ছাত্রলীগ একটি ইতিহাসের নাম। বাঙালি জাতির সোনালি অর্জনের গর্বিত অংশীদার ছাত্রলীগ। আজকের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে বাংলাদেশ ছাত্রলীগকে শপথ নিতে হবে, মেধা শক্তির মাধ্যমে এ দেশকে তারা আরও এগিয়ে নিয়ে যাবে।

মোহরা ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফয়সাল খান সিফাতের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন।

বিশেষ অতিথি ছিলেন এস. এম আনোয়ার মির্জা, আজম খান, মো. আলমগীর, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, বখতিয়ার, শহিদুল্লাহ কায়ছার, মো. ফারুক, ইমাম উদ্দিন, দেলোয়ার হোসেন, সাইফুল সুরুজ, কায়ছার উদ্দিন, নাফিস উদ্দিন, সৌরভ, রনি, তুষার, নয়ন, সুমন, সাজ্জাদ, হ্‌দয়, হাসান, ইফাজ, সায়েম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুর প্রতি সহিংসতা বাড়ছেই
পরবর্তী নিবন্ধকথা কবিতা গানে উদযাপন