চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম চৌধুরীকে ছাত্রলীগের কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে চবি অফিসার সমিতি। প্রত্যক্ষদর্শী ও চবি কেন্দ্রীয় স্টোর শাখার ডেপুটি রেজিস্ট্রার রশীদুল হায়দার জাবেদ বলেন, দুপুরে হঠাৎ হিসাব নিয়ামকের কক্ষ থেকে চিৎকার-চেঁচামেচি শুনতে পাই। সেখানে গিয়ে দেখি ১০-১২ জন যুবক ফরিদ সাহেবের ওপর চড়াও হয়েছে। এ সময় তাকে টেনে-হিঁচড়ে বাইরে আনার চেষ্টা করছিল তারা। পরে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় তাকে ছাড়িয়ে নিই। হামলাকারীদের মুখে মাস্ক-মাফলার থাকায় তাদের চিনতে পারেননি জানিয়ে রশীদুল হায়দার বলেন, বাইরের কারো সাহস নেই এ কাজ করার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কাজটি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ফরিদুল আলম চৌধুরীকে জামাত-শিবিরের এজেন্ট, রাজাকার ও দালাল হিসেবে আখ্যায়িত করছিল। পরে লোকজন জড়ো হতে থাকলে তারা চলে যায়। হামলাকারীরা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী বলেও জানান তারা।
ছাত্রলীগ কর্মীদের সেখানে যাওয়ার বিষয়টি স্বীকার করে ইকবাল হোসেন টিপু বলেন, ফরিদুল আলম জামায়াতের লোক। তার বিরুদ্ধে বিভিন্ন সময় জামায়াতের ফান্ডে অর্থায়ন করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে ছাত্রলীগের কর্মীরা সেখানে গিয়েছিল। এরপর কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি হয়েছে হয়তো। সেটা করা উচিত হয়নি। তবুও ওরা যদি উদ্ধত আচরণ করে থাকে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে ফরিদুল আলমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তাকে অব্যাহতি দিতে হবে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান আজাদীকে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. আবুল মনসুরকে আহ্বায়ক ও গোপনীয় শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফজলুল করিমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার। কমিটিকে চার দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, হামলার ঘটনাটি শুনে আমরা হিসাব নিয়ামকের কার্যালয়ে ছুটে যাই। তিনি একজন বয়স্ক মানুষ। গুরুতর আহত না হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। উপাচার্য এ ঘটনায় মর্মাহত হয়েছেন। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।
কর্মসূচি প্রসঙ্গে চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী বলেন, আজ বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন হবে। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি রয়েছে।