ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নগরীতে গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মো. জহির উদ্দিন চৌধুরী টিপু (৪০) নামে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সাবেক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গতকাল সোমবার বিকালের দিকে চট্টগ্রাম নগরীর জিওসি এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাকির মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত নুরুল আবছার চৌধুরীর পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব৭ এর সদস্যরা অভিযান চালিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গত আগস্ট মাসে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট কতটি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পাঁচজনকে আড়াই লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধহাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর সমঝোতা