ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চমেক বন্ধ ঘোষণা

আধিপত্য বিস্তার

আজাদী অনলাইন | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ৮:৩১ অপরাহ্ণ

আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরের পর কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক হলও ছাড়তে বলেছে কর্তৃপক্ষ।

আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেইটের সামনে মারামারির পর একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিডিনিউজ

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের ছাত্রাবাসগুলোও বন্ধের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের আজ শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।”

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে মারামারি হয় বলে জানান পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

তিনি বলেন, “এর জের ধরে আজ শনিবার বেলা ১১টার দিকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে জড়িত দুই পক্ষের মধ্যে একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ও আরেকটি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত।

এতে আহত মাহফুজুল হক(২৩), নাইমুল ইসলাম(২০) ও আকিব হোসেন(২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের পরপরই কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে।

এ বিষয়ে ছাত্রলীগের কারও বক্তব্য জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত
পরবর্তী নিবন্ধবিষ দিয়ে ১০ লাখ টাকার মাছের পোনা নিধন