নয়া পল্টনে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের পাশে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি গায়ে অস্ত্র হাতে যে ব্যক্তির ছবি সোশাল মাধ্যমে ভাইরাল হয়েছে, তিনি একজন আনসার সদস্য বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুণ অর রশিদ গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।
বুধবার নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সাঁজোয়া গাড়ির পাশে শটগান হাতে আর্জেন্টিনার জার্সি পরা এক যুবককে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। তার মাথায় ছিল নীল হেলমেট।
বিশ্বকাপ ফুটবল চলার মধ্যে দেশে এখন অনেকেই প্রিয় ফুটবল দলের জার্সি পরে ঘুরছেন। তার মধ্যে জার্সি গায়ে ওই ব্যক্তির ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সেই ছবি ও ভিডিও নিয়ে ‘ট্রল’ করছেন। ওই ব্যক্তি এক ‘ছাত্রলীগ নেতা’, এমনটাও ফেইসবুকে বলেন কেউ কেউ।
অতিরিক্ত কমিশনার হারুণ তার নাম-পরিচয় প্রকাশ করে বলেন, ওই ব্যক্তি পল্টন থানায় অঙ্গীভূত আনসার সদস্য। অফিসারদের ডাকে সে দ্রুত অস্ত্র নিয়ে রাস্তায় আসে। যে কারণে পোশাক পরিবর্তনের সময় পায়নি। ওই ব্যক্তিকে ‘ছাত্রলীগ নেতা’ বলে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।