ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে

কর্মী সম্মেলনে এম এ মোতালেব

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষে ছাত্রলীগের সব নেতাকর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখেছে।

নির্বাচনে ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, চেয়ারম্যান সেলিম উদ্দিন, মোসাদ হোসেন চৌধুরী,মোহাম্মদ আইয়ুব চৌধুরী, মুজিবুর রহমান, ইমরান হাসান, আশেক হাসান, ইয়াসিন চৌধুরী জনি, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ এমরান, মোহাম্মদ পারভেজ, আনিসুর রহমান, মোহাম্মদ তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাচিপ চট্টগ্রাম জেলার জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধনেতৃত্বের সাথে মানবিকতা যুক্ত হলে হয়ে উঠে মহান নেতৃত্ব