ছাত্ররা আদর্শিক জাতিসত্তা গঠনের অন্যতম অনুঘটক

ছাত্রসেনার কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে বাহাদুর শাহ মোজাদ্দেদী

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, ছাত্ররা হচ্ছে দেশ ও জাতির অন্যতম নিয়ামক শক্তি। একটি আদর্শিক জাতিসত্তা গঠনের অন্যতম অনুঘটক। দেশের স্বাধীনতাসহ এযাবতকালের সর্বপ্রকার অর্জনে রয়েছে ছাত্রসমাজের অগ্নিস্ফুলিঙ্গ ভূমিকা। সুতরাং জাতীয় জীবনে একটি আদর্শিক জাতিসত্তা ও সকলের বাসযোগ্য সোনার বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদেরকে ত্রাতার ভূমিকায় এগিয়ে আসতে হবে। ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। উপরোক্ত মন্তব্য করেন। ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ ফরিদ মজুমদারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেনইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রধান বক্তা ছিলেন, ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী ও মোশাররফ হোসেন হেলালী, সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) তরিকুল হাসান লিংকন, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, এম কফিল উদ্দীন রানা, মাওলানা মনির হোসাইন, এস এম তারেক হোসাইন, রাহাত হাসান রাব্বি, দেলোয়ার হোসেন ফয়সাল, ফরিদ মজুমদার, ইমদাদুল ইসলাম, হাফেজ মনিরুদ্দীন, রাসেদুল ইসলাম রাসেল, মামুনুর রশিদ প্রমূখ। সভায় ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে অলিউর রহমান সভাপতি, ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক ও সানি দেওয়ান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী ২০২৫২০২৭ সাংগঠনিক সেশনের জন্য ৬১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ পাহাড়ে মা হাতির মৃত্যু
পরবর্তী নিবন্ধপেকুয়ার লবণ চাষিদের উপর মহেশখালীর বাবু বাহিনীর গুলি