ছাত্রদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে

সীতাকুণ্ডে কর্মশালায় অভিমত

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

নতুন বাংলাদেশের যুব উৎসব ’এক কর্মশালা গতকাল সোমবার সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর মো. দিদারুল আলম চৌধুরীর সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলু দাশ। আলোচক ছিলেন কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, মো. আয়াজ বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইন্সট্রাক্টর মনজুর মোরশেদ। প্রধান অতিথি বলেন, তরুণরাই হচ্ছে আমাদের শক্তি ও আগামীর সম্ভাবনা। তরুণদেরকে আগামী দিনের দেশ গড়ার জন্য এগিয়ে আসতে হবে। বর্তমানে টেকনিক্যাল কিছু না জানলে কোথাও মূল্য পাওয়া যায় না। তাই টেকনিক্যাল বিষয় তরুণদের শিখে রাখা খুবই জরুরী এবং ভবিষ্যতে অনেক কাজে আসবে। ছাত্রদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অত্র টেকনিক্যাল স্কুল ও কলেজের অন্যান্য শিক্ষকশিক্ষিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠান পাড়া সমাজের মতবিনিময় ও পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাহাড় কাটা ও বন উজাড় বন্ধে একাধিক সুপারিশ