বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) শাখার ছাত্রদল নেতা আবিদুর রহমান আবিদের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হযরত শাহ আমানত শাহ (র.)’র মাজার সংলগ্ন মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে চমেক ছাত্রদলের উদ্যোগে মাজার সংলগ্ন এতিমখানায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
চমেক ছাত্রদল নেতা মেহেদী হাসানের তত্ত্বাবধানে ও আহ্বায়ক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দ্রব্যমূল্যে চরম ঊর্ধ্বগতি। চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দ্বিগুন থেকে তিনগুণ তো আছেই; তার মধ্যে এবার চিনির মূল্য সেঞ্চুরি করেছে। আজকে সারাদেশে লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ। আওয়ামী লীগ জনগণের সমস্যা সমাধানে নজর না দিয়ে কীভাবে আগামীতে আবারো ক্ষমতা দখল করা যায় সে পরিকল্পনা করছে। তিনি আরো বলেন, আজকে ১১ বছর পার হয়েছে। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের মেধাবী ছাত্র আবিদ হত্যাকারীদের কোনো বিচার এখনো হয়নি। অনতিবিলম্বে আবিদ হত্যা মামলাটি পূনরায় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি। নাভিম কবীর প্রতীকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক উপদেষ্টা শাহজাদা এনায়েতুল্লাহ খান, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আব্বাস উদ্দিন, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












